অ্যাকসেসিবিলিটি লিংক

অন সান সূচি'র আটকাদেশের সময় বাড়ানো হোল 


মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, দ্বিতীয় সপ্তাহে পড়েছেI সামরিক সরকার তাদের ক্ষমতা কুক্ষিগত করার সঙ্গে সঙ্গে, বিক্ষোভ সমাবেশের সংখ্যা ও ব্যাপকতাও বাড়ছেI মিয়ানমারে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন, যারা বিক্ষোভে যোগ দিয়েছেন, সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেI সরকারি কর্মকর্তা ও কর্মী যারা বর্তমানে ধর্মঘটে রয়েছেন, কাজে যোগ না দিলে সরকার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেI

এদিকে সরকার, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি'র নেত্রী, অন সান সান সূচি'র আটকাবস্থার সময় বুধবার পর্যন্ত বাড়িয়েছেI সোমবার প্রতিবাদকারীরা বিভিন্ন শহরে জড়ো হতে শুরু করলে, আরো সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং কর্তৃপক্ষ রাত্রিকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়I

জাতিসংঘ মহাসচিব, আন্তোনিও গুটেরেজ, এসব পদক্ষেপ ও রাজনৈতিক ও সুশীল সমাজের নেতাদের গ্রেফতারকে, অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেনI

এক যৌথ বিবৃতিতে মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং ১২টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতেরা, সামাজিক মাধ্যম ও যোগাযোগ ব্যবস্থায় সামরিক সরকারের বাধা প্রদানের নিন্দা জানান এবং মিয়ানমারের জনগণের সঙ্গে সহযোগিতা প্রকাশ করে বলেন, "বিশ্ব আপনাদের দেখছে"I

XS
SM
MD
LG