বর্মার গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন – গণতান্ত্রিক ভবিষ্যত অভিমুখী যাত্রা তাঁর দেশের প্রক্রিয়াটির প্রতি সামরিক বাহিনীর পরিপূর্ণ সমর্থন ব্যক্ত না হওয়া অবধি অপরিবর্তন হবে না।
নোবেল জয়ী ৬৬ বছর বয়সী নেত্রী মঙ্গলবার ভয়েস অফ এ্যামেরিকার স্টুডিওতে এক সাক্ষাত্কারে এ মন্তব্য করেন। বলেন দুই হাজার আট সালে পূর্বতন সামরিক হূনতার প্রনয়ণ করা বর্মার সাংবিধানিক ধারা তাঁকে যারপরনাই চিন্তান্বিত করে তোলে যে ধারায়, যখনই প্রয়োজন সরকারের নিয়ন্ত্রণ কব্জা করার সুযোগ সেনা বাহিনীকে দেওয়া রয়েছে। তবে সেই একই সঙ্গে গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব হাতে নেবার পর সাবেক জেনারেল থিয়েন সিয়েন যে গণতান্ত্রিক সংষ্কারর প্রবর্তন করেন তার জন্যে তিনি তাঁর প্রতিও সাধুবাদ ব্যক্ত করেন। তার পর থেকে সরকার শত শত রাজবন্দীকে মুক্তি দিয়েছে। পশ্চিমী দুনিয়ার সরকারেরাও বিনিময়ে কঠোর অনেক অর্থনৈতিক বিধি-নিষেধ বর্মার ওপর থেকে প্রত্যাহার করে নিয়েছে।