অ্যাকসেসিবিলিটি লিংক

মেলবোর্নে পুলিশ ষ্টেশনের বাইরে সন্ত্রাসী নিহত


অষ্ট্রেলিয়ার মেলবোর্নে একটি পুলিশ ষ্টেশনের বাইরে এক সন্ত্রাসী দু’জন পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে আঘাত করার পর, পুলিশ সন্দেহ ভাজন সন্ত্রাসী হিসেবে পরিচিত ঐ ব্যাক্তিকে গুলি করে হত্যা করেছে।

মঙ্গলবার, পুলিশ যখন ঐ সন্ত্রাসীকে তার আচার আচরণ নিয়ে প্রশ্ন করছিল তখনই ১৮ বছরের যুবক ছুরি দিয়ে আক্রমণ চালায়। আগে থেকেই কর্মকর্তারা তার ব্যপারে উদ্বিগ্ন ছিলেন।

পুলিশ জানিয়েছে যে একজন কর্মকর্তা নিজেকে রক্ষা করার জন্য গুলি চালাতে ঐ তরুন নিহত হয়। দু’জন পুলিশ কর্মকর্তার অবস্থা এখন ভাল।

অষ্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এন্ড্রু কোলভিন বলেন, তিনি বলেন, এর সম্পর্কে আমরা অনেক আগে থেকেই জেনেছি। এবং কর্তৃপক্ষ সন্দেহভাজনের গতিবিধির ওপরে নজর রেখেছিল।

XS
SM
MD
LG