অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রিয়ার ভোটাররা উগ্র ডানপন্থি প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে


অস্ট্রিয়ায় নির্বাচনে নর্বার্ট হোফের পরাজিত হওয়ায় এবং অ্যালেকজ্যান্ডার ভ্যান ডার বেলেন জয়লাভ করায়, ইউরোপের সর্বত্র মধ্যপন্থী ও বামপন্থীরা স্বস্তির নিশ্বাস ছাড়ছেন। এর আগে জনমত সমীক্ষায় দেখা গেছে যে অভিবাসী বিরোধী, অতি ডানপন্থী হোফের জয়লাভ করবেন। নির্দলীয় বেলেন ৭ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করেন। এই নির্বাচনকে ইউরোপে পপিউলিজাম বা লোকরঞ্জনবাদী আন্দোলনের একটা পরীক্ষা বলে মনে করা হয়েছিলো। নর্বার্ট হোফের, জয়ী হলে তিনিই হতেন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর সে দেশের প্রথম উগ্র ডান পন্থী নেতা।

প্রতিষ্ঠান বিরোধী মনোভাব, অভিবাসন কেন্দ্রিক ইস্যু, শরণার্থি ও অভিবাসী প্রত্যাশীরা যে আর্থিক চাপ সৃষ্টি করছে এবং ইউরোপে গত বছর যে সব সন্ত্রাসী আক্রমণ হয়-- ইত্যাদি ইস্যু নির্বাচনী প্রচার অভিযানে প্রাধান্য পাওয়া সত্ত্বেও বেলেন নির্বাচিত হলেন।

রবিবারের এই নির্বাচন ছিল দ্বিতীয় দফার নির্বাচন। জুন মাসে প্রথম নির্বাচন হয় কিন্তু ভোটে অনিয়মের কারণে ওই নির্বাচনের ফলাফল বাতিল করে দেওয়া হয়েছিল।

XS
SM
MD
LG