অ্যাকসেসিবিলিটি লিংক

রাম মন্দিরের শিলান্যাস ও নির্মাণের উদ্বোধনে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিরাপত্তাগত সংকটের আশঙ্কায়


ভারতের অযোধ্যায় ৫ আগষ্ট রাম মন্দিরের শিলান্যাস ও নির্মাণের উদ্বোধনে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের নিরাপত্তাগত সংকটের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের প্রধান অ্যাডভোকেট রানা দাশগুপ্তের কাছে ভারতের রাম মন্দির নির্মাণের উদ্বোধনে তাদের প্রতিক্রিয়া কি জানতে চাওয়া হলে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে বিষয়টির নিষ্পত্তি এবং এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় হওয়া সত্ত্বেও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় উদ্বিগ্ন।

রাম মন্দির ইস্যুতে বাংলাদেশে যাতে কোনো বৈরি পরিবেশ-পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে ব্যবস্থা নিতে রানা দাশগুপ্ত বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব রানা দাশগুপ্ত বলেন, এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ-উৎকণ্ঠা রোধে বাংলাদেশ সরকারকে যথাযথ ব্যবস্থা এখনই গ্রহণ করতে হবে।
এদিকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাম মন্দির নির্মাণের উদ্বোধন সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


XS
SM
MD
LG