বাংলাদেশে সর্বস্তরের মানুষ বাংলা নূতন বছর ১৪২৩ কে আনন্দ মুখর পরিবেশে স্বাগত জানিয়েছেন।
বৃহস্পতিবার ছিল ১৪২৩ সালের প্রথম দিন বা পহেলা বৈশাখ । দেশের মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছে।
পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী হালখাতার আয়োজন করেছিলেন ঢাকাসহ দেশের সকল শহর, বন্দর গঞ্জের ব্যবসায়ীরা । বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে সঙ্গীত, নৃত্য ও কবিতা পাঠের আসর।
ঢাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠানমালার সূচনা হয় ভোরে রমনা বটমূলে ছায়ানটের আয়োজিত সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে। চারুকলা ইন্সটিউট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পৃথকভাবে বের করে মঙ্গল শোভাযাত্রা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বর্ষবরণ উৎসবের সমালোচকদের সমালোচনা করে বলেন এ উৎসব পালনে ধর্মীয় কোন বাধা নেই।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জনগণ এবং নিজের পক্ষ থেকে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থরকর জহুরুল আলম।