কন্যা শিশু বিবাহকে বাংলাদেশের উন্নয়নে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছে আন্তর্জাতিক এবং স্থানীয় সংস্থাসমুহ। তাদের বিভিন্ন গবেষণা প্রতিবেদনে কন্যা শিশু বিবাহের পেছনে সমাজের ভ্রান্ত ধারনা এবং মানুষের মন-মানসিকতাকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে এক্ষেত্রে আইন প্রণয়ন এবং আইন প্রয়োগই যথেষ্ট নয় বরং একই সঙ্গে গুরুত্বপূর্ণ হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। এই পরিকল্পনায় সমাজ ব্যবস্থাকে এমন ভাবে সচেতন করতে হবে যেখানে কন্যা শিশুকে বোঝা নয় বরং সম্পদ হিসেবে বিবেচনা করে হবে। এর বাইরে সংগঠনগুলো কন্যা শিশুদের বিবাহের আগে অন্তত উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।
জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনএফপিএর বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর এক লাখ সত্তর হাজার কন্যা শিশুর ১৫ বছরের আগেই বিয়ে হচ্ছে। এতে বলা হয় বিবাহিত কন্যা শিশুদের প্রতি ১০ জনের একজন ১৫ বছরে পৌঁছানোর আগেই গর্ভধারণ করছে এবং প্রতিবছর ২৩ হাজার শিশু মা সন্তান প্রসব জটিলতায় মারা যাচ্ছে।