তদন্তকারীরা রবিবার ইরাকের বাগদাদে দুটি পৃথক বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত করে দেখছে। জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ৯১জন নিহত হয়, আহত হয় অন্যান্য ১৮৬জন।
প্রথম হামলা হয় এক ব্যস্ত বিপনী এলাকায়। এক আত্মঘাতী ট্রাক বোমা বিস্ফোরিত হয় মধ্যরাতের পরপরই। ওই ঘটনায় অন্তত ৮২ জন নিহত হয় আহত হয় অন্যান্য ১৭০ জন। ইরাকী রাজধানীতে এ বছর এটি ছিল সব চাইতে মারাত্মক আক্রমণ। ইসলামিক স্টেট কারাদা জেলায় ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। তারা বলেছে শিয়াদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। জিহাদী গ্রুপ শিয়াদের বিধর্মী বলে মনে করে।
দ্বিতীয় মারাত্মক হামলা হয় বাগদাদের উত্তরাঞ্চলের শাব এলাকায়। অন্তত ৫ ব্যক্তি সেখানে নিহত হয়, আহত হয় অন্যান্য ১৬জন। দ্বিতীয় বিস্ফোরণের দায় কেউ তাৎক্ষনিক স্বীকার করেনি।
সারা দিন রোজা রাখার পর বহু মানুষ রাস্তাঘাটে ছিল। রামজান মাসের প্রায় শেষে, ঈদের আগে বহু মুসলমান বিপনী এলাকায় যায় কেনা কাটার জন্য।
ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী, প্র্থম এলাকাটি পরিদর্শনের জন্য, বোমা হামলার কয়েক ঘন্টা পর সেখানে যান।
ইরাকী বাহিনী, ইসলামিক স্টেট চরমপন্থীদের রাজধানীর ৫০ কিলোমিটার দূরে ফালুজা শহর থেকে হঠিয়ে দেওয়ার এক সপ্তাহ পর এই হামলা হলো।