অ্যাকসেসিবিলিটি লিংক

আইএস নেতা বাগদাদীর মৃত্যুর খবরে সন্দিহান যুক্তরাষ্ট্র


ইসলামিক ষ্টেট নেতা আবু বাকর আল বাগদাদী গত মাসে বিমান আক্রমণে প্রাণ হারাতে পারেন বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকেরা সন্দিহান। আমেরিকার আইসিস বিরোধী তৎপরতার মুখপাত্র কর্নেল রায়ান ডিলন বলেন আমেরিকা এই মুহুর্ত্বে ঐ খবরের সত্যতা জানাতে অপারগ।

রাশিয়ান সেনা বাহিনী শুক্রবার জানিয়েছে তারা মে-মাসের শেষের দিকে সিরিয়ায় ইসলামিক ষ্টেট জঙ্গি দলকে লক্ষ্য করে বিমান আক্রমণে চালিয়ে ছিল, ঐ আক্রমণে সম্ভবত দলের কমান্ডাররা নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেইসবুকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, আইএস নেতা আবু বাকর আল বাগদাদী রাক্কায় যখন বৈঠক করছিলেন তখন তারা ঐ বৈঠকে আক্রমণ চালায়।

রাক্কা কার্যত ইসলামিক ষ্টেটের রাজধানী হিসেবে বিবেচিত হয়ে আসছে। রাশিয়া দাবী করছে যে তারা শীর্ষস্থানীয় অন্তত ৩০ জন কমান্ডারসহ প্রায় ৩শ ব্যক্তিগত দেহ রক্ষী-জঙ্গিকে হত্যা করছে। রাশিয়ার সেনাবাহিনী বিভিন্ন সূত্র থেকে পরীক্ষা নিরীক্ষা করেছে জানিয়েছে যে বাগদাদী ঐ আক্রমণে প্রাণ হারিয়েছে।

XS
SM
MD
LG