অ্যাকসেসিবিলিটি লিংক

বেলুচিস্তানের আন্দোলনের প্রতি সহানুভূতি প্রদর্শনের পর নানান রাজনৈতিক জল্পনা শুরু


প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি এক মাস আগে তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের বিদ্রোহী প্রদেশ বেলুচিস্তানের আন্দোলনের প্রতি সহানুভূতি প্রদর্শনের পর থেকে এ বিষয়ে নানান রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ মনে করছেন, পাকিস্তান যেমন কাশ্মিরে অশান্তিতে ঘৃতাহুতি দিয়ে চলেছে, ভারত ও এবার হয়তো ভাবছে, বালুচিস্তানের আন্দোলন নিয়ে খোঁচাখুঁচি করলে কেমন হয়। উদ্দেশ্য হবে, এতে যদি কাশ্মিরে পাকিস্তানের নাক গলানো কমে। অনেক বালুচ নেতাই দেশ ছেড়ে পালিয়ে ইওরোপে আশ্রয় নিয়েছেন। এঁদের অনেকেই ভারতে চলে আসতে পারলে খুশি হন। যেমন, সুইজারল্যান্ড-প্রবাসী বালুচ নেতা ব্রাহুমদাঘ বুগাটি বলেছেন, ভারতে চলে এলে এখানকার মানুষের সহানুভূতিশীল আবহে নিজেদের কাজ করা তাঁদের অনেক সহজ হবে। এ দিকে, প্রবাসী বালুচ নেতাদের ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করে দেশে ফিরিয়ে আনবার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তবে ওঁরা ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, এমন কথা তাঁরা স্বীকার করছেন না। ভারতও এ নিয়ে কোনও মন্তব্যে নারাজ।

XS
SM
MD
LG