অ্যাকসেসিবিলিটি লিংক

অপরাধের বিচার না হলে , সভ্যতার মানদন্ডে উত্তীর্ণ হওয়া যায় না: মুনতাসির মামুন


অপরাধের বিচার না হলে , সভ্যতার মানদন্ডে উত্তীর্ণ হওয়া যায় না: মুনতাসির মামুন
অপরাধের বিচার না হলে , সভ্যতার মানদন্ডে উত্তীর্ণ হওয়া যায় না: মুনতাসির মামুন

বাংলাদেশে দীর্ঘ দিন ধরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আন্দোলনে যারা সক্রিয় থেকেছেন , তাদেরই একজন হচ্ছেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির মামুন। সম্প্রতি , যুক্তরাষ্ট্র সফরকালে , ওয়াশিংটনে, ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে এক সাক্ষাৎকারে অধ্যাপক মুনতাসির মামুন যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে তাঁর অভিমত প্রকাশ করেছেন। তিনি বলেন যে দীর্ঘ চল্লিশ বছর পর এই বিচার প্রক্রিয়া যে শুরু হয়েছে, তাতে তাঁরা তাদের আন্দোলনের সাফল্যের ইঙ্গিত পাচ্ছেন। তিনি বলেন যে চল্লিশ বছর পর এই বিচার শুরু হওয়াকে তিনি স্বপ্ন পূরণের সঙ্গে তুলনা করেন।

এই বিচারের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুনতাসির মামুন বলেন যে নিজের দেশে মানুষ হত্যার বিচার করার মধ্যে গ্রহণযোগ্যতার প্রশ্ন আসে কেন । তিনি বলেন অপরাধের বিচার পুর্ণমাত্রায় করার অধিকার আমাদের আছে। তিনি বলেন যে ১৯৭৩ সালে যখন এই আইনটি আন্তর্জাতিক ভাবে প্রণীত হয় তখন সেটি গোটা বিশ্বে প্রশংসিত হয়েছিল । সেই আইনই তো এখনও বহাল আছে।তিনি মনে করেন যে কোন মানদন্ডেই এই আইন খাটো করে দেখার কোন উপায় নেই। অধ্যাপক মুনতাসির মামুন বলেন যে দেশে অপরাধের বিচার হয় না , সে দেশ সভ্যতার মানদন্ডে উত্তীর্ণ হতে পারে না। প্রসঙ্গত তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভংগি ও তুলে ধরেন।

XS
SM
MD
LG