অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলা জুড়ে আরো বড় হামলার হুমকি দিল ইসলামিক ষ্টেট


বাংলা জুড়ে আরো বড় সড় হামলা ও নাশকতার হুমকি দিল জঙ্গি সংগঠন ইসলামিক ষ্টেট। নিজেদের অনলাইন ম্যাগাজিন দাবিক এর সাম্প্রতিক ১২তম সংস্করনে প্যারিস হামলার ঘটনায় নিজেদের সাফল্যের বিবরন দেওয়ার পাশাপাশি ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলায় নিজেদের উপস্থিতি জানান দিতে একটি নিবন্ধ প্রকাশ করেছে আইএস।

দি রিভাইভাল অব জিহাদ ইন বেঙ্গল শীর্ষক নিবন্ধটি লিখেছেন জনৈক আবু আবদির রহমান আল-বাঙ্গালি। ওই নিবন্ধে বাংলা বলতে মূলত বাংলাদেশকে চিহ্নিত করা হলেও এপার বাংলাকেও তারা টার্গেটে রেখেছে। আর সেকারনেই এরাজ্য তথা গোটা দেশের গোয়েন্দা কর্তারা চিন্তায় রয়েছেন। যে জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন কে ঘিরে পশ্চিমবঙ্গের তাবড় গোয়েন্দা এজেন্সী তথা দেশের শীর্ষ তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেষ্টিগেশন এজেন্সী এনআইএ এর তৎপরতা ইদানীং বেড়েছে, সেই জামাত উল মুজাহিদিনকে এই উপমহাদেশে কার্যত নিজেদের মুখ বলেই উপস্থাপন করছে আইএস।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG