অ্যাকসেসিবিলিটি লিংক

জয়কে অপহরণ চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাহমুদুর রহমানকে


জয়কে অপহরণ চেষ্টা মামলায়
গ্রেপ্তার দেখানো হলো মাহমুদুর রহমানকে
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার কারাবন্দি ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার ১০ দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ। ঢাকার মহানগর হাকিমের আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৫শে এপ্রিল দিন ঠিক করেছেন। মাহমুদুর রহমান তিন বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন। ২০১৩ সালে ধর্মীয় উসকানি ও রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে সর্বশেষ সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হলো। এরআগে শনিবার প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে ৫ দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। শফিক রেহমানের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট। এদিকে, যুক্তরাষ্ট্রের তদন্তে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের তালিকায় শফিক রেহমান ও মাহমুদুর রহমানের নাম এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ষড়যন্ত্রকারীদের বিচার এদেশের মাটিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অপরাধীকে গ্রেপ্তার করলেও এখন অপরাধ হয়।
সোমবার মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সবার মানবাধিকার আছে। আমাদের কি কোন মানবাধিকার নেই।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG