বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী মৌসুমী সম্প্রতি শিশু অধিকার নিয়ে ইউনিসেফের একটি কর্মসূচীতে গণসচেতনতা তৈরীর কাজে সাহায্য করছেন। সমাজের প্রতি একজন শিল্পীর দায়িত্ববোধ থেকে তিনি এই কাজ করছেন বলে জানালেন। তার কৈশোর কেটেছে খুলনায়। তারপর চলে আসেন ঢাকায়। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে আগমন। শুরুতেই জনপ্রিয়তার শীর্ষে চলে যান তিনি এবং তার অভিনয় জুটি সালমান শাহ। বাংলাদেশের বর্তমান সময়ের ছায়াছবির মান সম্পর্কে তার খোলাখুলি মতামত দিয়েছেন মৌসুমী। তার সাথে কথা বলেন ভয়েস অব আমেরিকার আহসানুল হক।