অ্যাকসেসিবিলিটি লিংক

জুন মাসে সমাপ্ত  ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি দাঁড়াবে ৭ দশমিক ০৫ শতাংশ


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী জুন মাসে সমাপ্ত হতে যাওয়া ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ৭ দশমিক ০৫ শতাংশ। রবিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস-এর সাময়িক হিসাব অনুযায়ী বিগত ২০১৪-১৫ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ। তিনি বলেন বিবিএস এর সাময়িক হিসেব অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু গড় জাতীয় আয় ১৪৬৬ আমেরিকান ডলারে উন্নীত হয়েছে যা গত অর্থবছরে ছিল ১৩১৬ আমেরিকান ডলার ।তবে বিশ্ব ব্যাংক ইতিপূর্বে এক পূর্বাভাসে বলেছে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়াবে ৬.৭ শতাংশ। বাংলাদেশ চলতি অর্থ বছরেরে জন্য জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করেছিল ৭ শতাংশ । বিশ্ব ব্যাংকের দেয়া সর্বশেষ তথ্য মোতাবেক দক্ষিণ এশিয়া অঞ্চলে ২০১৫ সালে গড় জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭ শতাংশ যা উন্নয়নশীল অঞ্চল গুলোর মধ্যে ধ্রুততম ।জহুরুল আলমের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG