বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভয়েস অফ আমেরিকার বর্মী বিভাগের সাংবাদিক ইয়ান নাই (Yan Naing) এ সম্পর্কে কথা বলেছেন বর্মী সীমান্ত রক্ষী বাহিনীর এক কর্মকর্তার সঙ্গে।
বিস্তারিত শোনাচ্ছেন শাগুফতা নাসরিন কুইন।
বাংলাদেশ ডেইলি স্টার পত্রিকার এক খবরে বলা হয যে মিয়ানমার সীমান্তের ওপার থেকে গোলা বর্ষণ করা হয়। বান্দরবান জেলার খানচি উপজেলায় গতকাল ওই ঘটনা ঘটে।
ভয়েস অফ আমেরিকার বর্মী বিভাগের ইয়ান নাই এ সম্পর্কে কথা বলেছেন বর্মী সীমান্ত রক্ষী বাহিনীর এক কর্মকর্তা, কর্নেল মিও সুওয়ের (Myo Swe) সঙ্গে।
তিনি বলেন তিনি শুনেছেন যে বাংলাদেশ এ বিষয়ে টেলিফোনে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু বাংলাদেশ এখনও আনুষ্ঠানিক ভাবে কোন প্রতিবাদ জানায়নি।
মিয়ানমার সীমান্তে রাত ১০টার দিকে ওই ঘটনা ঘটে বলে বলা হয়।
মিয়ানমার সীমান্তের কাছে বুলুপারায় Border Guard Bangladesh (BGB) র শিবিরে মর্টারের গোলা এসে পড়ে। বিজিবির কর্মকর্তারা বলেন যে কারা গোলা বর্ষন করেছে তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
পত্রিকায় বলা হয বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর সেনারাও পাল্টা গোলা বর্ষণ করে।
কর্নেল Myo Sweর ভয়েস অফ আমেরিকাকে আরও বলেন যে তিনি এ খবর নিশ্চিত করে বলতে পারছেন না যে ঘটনাটি সত্যি ঘটেছে কিনা।
তবে খবরে প্রকাশ যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গোলা বর্ষণের শব্দে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেখানে উত্তেজনাও বৃদ্ধি পায়।