সামুদ্রিক শৈবাল, মাছ ও কাঁকড়া চাষে যেন উৎসব উপকূল জুড়ে। যেখানে জোয়ার-ভাটার নিত্য চলাচল; সেখানে নানা উপায়ে চলছে চাষাবাদ।দেশে এবং বিদেশে প্রচুর চাহিদা থাকায় যুক্ত হচ্ছে নতুন নতুন চাষ পদ্ধতি। মেরিকালচার নামক সমুদ্রে ভাসমান এক চাষ পদ্ধতির সম্ভাব্যতা যাচাই করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
গবেষক দলের প্রধান ডঃ মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী জানান, কক্সবাজারের মহেশখালী চ্যানেলে ২০১৮ সালে শুরু হয় ভাসমান সমন্বিত চাষাবাদ মডেলটি। সম্প্রতি তা পরিদর্শণ করেছেন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এসময় মেরিকালচারের সম্ভাব্যতা নিয়ে কথা বলেন তারা। সুনীল অর্থনীতি বিকাশে এই মেরিকালচার বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন গবেষকরা।