অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে


বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিদিনই উর্ধ্বমুখী হচ্ছে যার ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার নাগাদ চল্লিশ হাজার ছাড়িয়েছে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা অধ্যাপক নাসিমা সুলতানা এক অনলাইন ব্রিফিং এ বলেছেন গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ২০২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১৫ জন। তিনি জানান এ নিয়ে দেশে এ পর্যন্ত ৪০,৩২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে মোট ৫৫৯ জনের । তিনি বলেন আরও ৫০০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন যার ফলে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪২৫ জন।

এদিকে, করোনাভাইরাসের কারণে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে শর্ত সাপেক্ষে এবং স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি ক্ষেত্রে সরকার বিধি নিষেধ সীমিত ভাবে শিথিল করেছে। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে সীমিত ভাবে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে এবং শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে রেল ও লঞ্চসহ গণ পরিবহন চলবে। তবে ৩১শে মে থেকে ১৫ই জুন পর্যন্ত সময়ের জন্য কার্যকর এই প্রজ্ঞাপনে বলা হয়েছে এই সময়কালে কোন শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবেনা, এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে, করোনাভাইরাস সংক্রমণ রোধে জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে, জরুরী কাজে বাইরে চলাচলের সময় মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সব ধরনের সভা-সমাবেশ, গণ জমায়েত ও অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে, হাটবাজার, দোকানপাট ও শপিং মল বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে এবং রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। এতে বলা হয় প্রজ্ঞাপনে জারি করা নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:02:02 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG