করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল থেমে নেই। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে বাংলাদেশী কমিউনিটি ও আন্তর্জাতিক পত্র পত্রিকার তথ্যের বরাতে বুধবার ঢাকার গণমাধ্যমের খবরে বলা হয়েছে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত ১২৩৮ জন বাংলাদেশি মারা গেছেন। খবরে বলা হয়েছে এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী বাংলাদেশী মারা গেছেন সৌদি আরবে যার সংখ্যা অন্তত ৪১৫ জন । দেশটিতে আরও কয়েকশ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সৌদি আরবের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে ব্রিটেনে ও যুক্তরাষ্ট্রে এবং দেশ দুইটিতে মৃত্যু হয়েছে যথাক্রমে ৩০৬ এবং ২৭২ জন বাংলাদেশীর। খবরে বলা হয়েছে আর যে সকল দেশে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীর মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছে মধ্য প্রাচ্যের কয়েকটি দেশ যেমন সংযুক্ত আরব আমিরাতে ১০৪ জন, কুয়েতে ৪৫ জন, ওমানে ২০জন এবং কাতারে ১৮ জন। তবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সিঙ্গাপুরে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর এ যাবত সেখানে কয়েক হাজার বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেও কোনও বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায় নাই।
এদিকে, করোনাকালে চাকরি বা কাজের সুযোগ হারিয়ে অনেক মানুষ রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে পাড়ি জমাচ্ছেন বলে ঢাকার দুই সিটি কর্পোরেশনের তরফে জানা গেছে। কর্মকর্তারা বলেছেন কাজের অভাবে শুধু বস্তিবাসীরাই যে ঢাকা ছেড়ে যাচ্ছেন তা নয়, চাকরিজীবী ও শিল্প শ্রমিক যাদের অনেকে চাকরি হারিয়েছেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে তাঁরা গ্রামে ফিরে যাচ্ছেন। তবে মার্চের প্রথমে দেশে করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত কত মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছেন তার কোন পরিসংখ্যান জানা যায় নাই।