অ্যাকসেসিবিলিটি লিংক

পরিবারের একজন করোনায় আক্রান্ত হলে অন্য সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী


বাংলাদেশে মার্চ মাসের প্রথম থেকেই করোনা ভাইরাসের অস্তিত্ব দেখা দেয়। তারপর

থেকে অদৃশ্য এই শক্তির কাছে হার মানতে শুরু করেছে অনেকেই। সব ধরনের

সাবধানতা অবলম্বন করার পরও করোনা ভাইরাস থেকে রেহাই পাচ্ছে না।অনেক সময়

কোনো উপসর্গ ছাড়াই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে।তেমনি করোনা ভাইরাস

থেকে সুস্থ্য হয়ে সাইফুর রহমান বলেন- আমি কোন উপসর্গ ছাড়াই কেবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে টেস্ট করার পর দেখি করোনা পজেটিভ।আক্রান্ত হওয়া অনেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিয়ে ঘরে বসে সুস্থ

হচ্ছেন।সাইদুর রহমান পাভেলের পরিবারের সদস্যরা সবাই বাসায় থেকেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য হয়ে বলেন- আমি যখন করোনার চিকিৎসা নিয়েছি তখন বেশী করে গরম পানির ভাপ নিয়েছি, গরম চা পান করেছি পরিবারের প্রত্যেক সদস্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছি।

প্রতিদিন বাংলাদেশ যেমন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনি মৃত্যুর হারও বাড়ছে। আর এসব রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তাররা।তাদেরই একজন ডাঃ মোঃ সালেহ মাহমুদ তুষার বলেন -কোন বাসায় যদি একজনের

করোনা পজিটিভ হয় বাসার অন্য সদস্যদের একই উপসর্গ হলে ধরে নিতে হবে তারা

সবাই করোনা পজেটিভ। সেই বিবেচনায় তাদের চিকিৎসা দিতে হবে।সাধারণত

কোন পরিবারের একজন করোনায় আক্রান্ত হলে ধরে নেওয়া হয় সেই পরিবারের

সবাই করোনায় আক্রান্ত বলছেন বিশেষজ্ঞরা।

XS
SM
MD
LG