অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বব্যাপী আকাশছোঁয়া, বাংলাদেশে ভিন্ন চিত্র


বিশ্বব্যাপী হঠাৎ করেই করোনা ভাইরাসের সংক্রমণ যখন আকাশছোঁয়া তখন বাংলাদেশে বিপরীত চিত্র। করোনার বিধি নিষেধ অনেক আগেই শিকেয় তুলে রাখা হয়েছে। সংক্রমণ কমছে, এমন খবর দিয়েছে রাষ্ট্রীয় স্বাস্থ্য সংস্থা। গত ২৪ ঘণ্টার খবর, সংক্রমিত হয়েছেন এক হাজার ৮১২ জন। গত ৪৩ দিনের মধ্যে এটা সর্বনিম্ন। মারা গেছেন ২৬ জন। এর আগে গত ২রা আগস্ট ২২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর। সবমিলিয়ে মারা গেছেন চার হাজার ৭৫৯ জন। এরমধ্যে দিয়ে অবশ্য মৃত্যুর সংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। চীনে মারা গেছেন চার হাজার ৭০৪ জন।

বাংলাদেশে এখন প্রায় সবকিছুই স্বাভাবিক হয়ে গেছে। বাকি ছিল শিক্ষা প্রতিষ্ঠান। খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে নীতিনির্ধারকরা একমত হয়েছেন। বিশেষজ্ঞরা যদিও ভিন্নমত পোষণ করে আসছেন। তারা বলছেন, হুট করে কোন সিদ্ধান্ত নেয়া ভুল হবে।

এসবের পরেও নীতিনির্ধারকরা মনে করছেন, এভাবে দিনের পর দিন ঘরে বসে থাকলে অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। মানুষের পেটে দানাপানি পড়বে না। ৩০টি হাসপাতালে কোভিড-১৯এর চিকিৎসা হতো। বেড ছিলো ১৪ হাজার ২৭৫ টি। এরমধ্যে এগারো হাজার ২৮৪টি বেড খালি পড়ে আছে।

ওদিকে শর্ত জুড়ে দেয়ায় বাংলাদেশ-শ্রীলংকার টেস্ট ম্যাচ অনিশ্চিত হয়ে গেছে। শ্রীলংকা শর্ত দিয়েছে, বাংলাদেশ টিমকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। শুধু তাই নয়, এসময় হোটেলের রুমের বাইরেও বের হওয়া যাবে না। বাংলাদেশ এই শর্তে রাজি নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, শর্ত মেনে বাংলাদেশ এই সফরে যাবে না। ২৮শে সেপ্টেম্বর থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল।

সরাসরি লিংক


XS
SM
MD
LG