অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ১০০ ভেন্টিলেটর ঢাকা এসে পৌঁছেছে


করোনায় বাংলাদেশে মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন। এদের মধ্যে ১২ জনই ঢাকার। দু'জন মারা গেছেন রাজশাহীতে। এক সপ্তাহ যাবৎ মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত পাঁচ হাজার ৭৬১ জন এই রোগে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৫৮৬ জন। সবমিলিয়ে সংক্রমিত হয়েছেন তিন লাখ ৯৬ হাজার ৪১৩ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৬৮ জনের। সুস্থ হয়েছেন তিন লাখ ১২ হাজার ৬৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮ দশমিক ৭২ শতাংশ।

ওদিকে বাংলাদেশে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে ১০০ ভেন্টিলেটর ঢাকায় এসে পৌঁছেছে।

উল্লেখ্য যে, উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের ঢাকা সফরকালে এই ভেন্টিলেটর দেয়ার অঙ্গীকার করেছিল যুক্তরাষ্ট্র। তার সফরের এক সপ্তাহের মধ্যেই বিমানযোগে দ্রুততম সময়ের মধ্যে জরুরি এই সহায়তা ঢাকায় পৌঁছানো হলো।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG