অ্যাকসেসিবিলিটি লিংক

আরএসএফ এর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে


সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস বা আরএসএফ এর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে।মঙ্গলবার প্রকাশিত ফ্রান্স ভিত্তিক সংগঠনটির ২০২১ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এ বছর আরও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশের অবস্থান। সূচকে বলা হয়েছে এ বছর ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম যা গত বছরে ছিল ১৫১তম। এই সূচকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ভুটান যার অবস্থান ৬৫তম এবং এর পর রয়েছে যথাক্রমে মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান ।

আরএসএফ এর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে
please wait

No media source currently available

0:00 0:01:44 0:00

এ সম্পর্কে বিশিষ্ট সাংবাদিক রিয়াজ আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। আরএসএফ এর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের তালিকায় পর পর ৫ বার সবার শির্ষে অবস্থান করছে ইউরোপের দেশ নরওয়ে এবং সবার নিচে অবস্থান করছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া।

XS
SM
MD
LG