অ্যাকসেসিবিলিটি লিংক

অস্থায়ী ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন


বৃহস্পতিবার সকালে মহাখালী স্বাস্থ্য ভবনের সামনে মানববন্ধন করেন অস্থায়ী ভিত্তিতে

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা।রাষ্ট্রপতির নির্বাহী আদেশে

১৮৩ জনের মধ্য ১৪৫ জন মেডিকেল টেকনোলজিস্টকে সরাসরি নিয়োগের

দাবি ছিলো তাদের কণ্ঠে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন তারা। কিন্তু এর বাইরেও সরকারি হাসপাতালে আরো ৪শ' থেকে ৫শ' জন

সেচ্ছাসেবী টেকনোলজিস্ট রয়েছেন যারা কয়েক বছর ধরে স্বেচ্ছায় কাজ করছেন।

আর করোনা মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা

নিরীক্ষার কাজ করলেও বেতন ভাতাসহ সরকারি সকল সুযোগ সুবিধা থেকে

বঞ্চিত মেডিকেল টেকনোলজিস্টরা। মানবেতর জীবন যাপন করছেন কেউ কেউ।

মেডিকেল টেকনোলজিস্টরা বলেন- আমরা যারা ফ্রন্টলাইনের যোদ্ধা তাদের নির্বাহী আদেশে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।এ অবস্থায় অবিলম্বে তাদের নিয়োগের দাবি জানান তারা।


XS
SM
MD
LG