অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় ভ্যাকসিনের আসা নিয়ে অনিশ্চয়তা কাটেনি


ভারতীয় ভ্যাকসিন কবে আসছে এনিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। এই অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রিবাস্তবের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে। তিনি দিল্লিতে বলেছেন, ভারত প্রতিবেশীসহ অন্যান্য দেশে ভ্যাকসিন দেবে। তবে এখনি নিশ্চিত করে বলা যাবে না, ঠিক কবে দেয়া যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এটা স্পষ্ট করেননি। শনিবার টিকাকরণের উদ্বোধন করে বলেছেন, দেশের মানুষকে এই ভ্যাকসিন দেয়ার পাশাপাশি বিদেশের মানুষকেও ভ্যাকসিন সরবরাহ করবে ভারত। প্রধানমন্ত্রী অবশ্য বিশেষ কোনো দেশের নাম উল্লেখ করেননি। কিন্তু পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। বাংলাদেশের তরফে জানানো হয়েছিল, ভারতের সিরাম ইন্সটিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ২১ থেকে ২৫শে জানুয়ারির মধ্যে দেশে এসে পৌঁছাবে। ভারতীয় মুখপাত্রের বরাতে যে খবর বের হয়েছে তা নিয়ে ঢাকার কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এটা হতাশাজনক। তবে আমদের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:23 0:00
সরাসরি লিংক

ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। গত আট মাসে সরকারি হিসেবে সাত হাজার ৮৮৩ জন মারা গেছেন। গত একদিনে শনাক্ত হয়েছেন ৫৭৮ জন। এনিয়ে মোট শনাক্ত হলেন পাঁচ লাখ ২৭ হাজার ৬৩ জন।

XS
SM
MD
LG