বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে যে দুই দিন ব্যাপী পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরুরকথা ছিল তা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে পাকিস্তানের তরফে নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে বুধবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে । এনিয়ে চলতি বছরের আট মাসে চারবার বৈঠকটি স্থগিত করা হল ।
কি কারনে বৈঠকটি স্থগিত করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে তা খোলাসা করা হয়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো ধারনা করছে ৭১ এর মানবতা বিরোধীদের বিচার এবং বাংলাদেশে জঙ্গি তৎপরতায় পাকিস্তানের মদদ দেয়ার মত বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে যে টানাপড়েন চলছে এটা তারই বহিঃপ্রকাশ ।
সম্প্রতি ভারত সফরকালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জনগণের মানবাধিকার লঙ্ঘন এবং তাদের ওপর নির্যাতনের নিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসনানুল হক ইনুর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দেশটি।
২০১০ সালের নভেম্বরদুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।