অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার রাজপথে ছিনতাইয়ের শিকার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান


বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কখনো রাতের আঁধারে অথবা কখনো বা দিনেদুপুরে ঢাকার রাজপথে ঘটছে ছিনতাইয়ের ঘটনা।কিন্তু সংবাদ মাধ্যমের খবরে এসকল ঘটনার ঠাই হয় কদাচিৎ এবং ছিনতাইয়ের ঘটনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন আর খুব একটা আইনের আশ্রয়ও নেননা । কারন তাঁরা জানেন এর প্রতিকার পাওয়ার সম্ভাবনা নিতান্তই কম। তবে এবার ঢাকার রাজপথে ছিনতাইয়ের শিকার হয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমে খবর হয়েছেন সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গণমাধ্যম কর্মীদের সাথে আলাপ কালে পরিকল্পনা মন্ত্রী নিজেই ছিনতাইয়ের বিষয়টি জানান।

ঢাকার রাজপথে ছিনতাইয়ের শিকার পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান
please wait

No media source currently available

0:00 0:03:20 0:00

পরিকল্পনা মন্ত্রী জানান যুক্তরাষ্ট্র থেকে তাঁর ছেলে ১ হাজার ডলার দিয়ে কিনে ফোনটি পাঠিয়েছিলেন। কিন্তু গত রোববার সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি এলাকায় পতাকাবাহী গাড়িতে করে যাওয়ার সময় তাঁর সেই মোবাইল ফোনটি ছিনতাই হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন ঘটনার সময় গাড়ির গ্লাস নামানো ছিল এবং তিনি ব্রাউজিং এ মনযোগী ছিলেন। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন তাঁর হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঢাকার কাফরুল থানায় মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে মাঠে কাজ শুরু করছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। ছিনতাইয়ের ঘটনা রোধে করনিয় সম্পর্কে ঢাকা বিশ্ববদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের শিক্ষক এ বি এম নাজমুস সাকিব ভয়েস অফ অ্যামেরিকাকে বলেন মানুষকে সচেতন হতে হবে এবং ছিনতাই প্রবন এলাকাগুলোতে পুলিশের তৎপরতা বাড়াতে হবে। বিশেষজ্ঞরা বলছেন অপরাধীরা এখন এতটাই বেপরোয়া যে তাঁরা পতাকাবাহী গাড়িতে থাকা মন্ত্রীকেও রেহাই দিচ্ছেন না। ছিনতাই এবং অন্যন্য অপরাধ দমনে সরকারকে আরও মনযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা ।

XS
SM
MD
LG