বিচার ব্যবস্থা নিয়ে আদালত অবমাননাকর মন্তব্য করায় সরকারের দুই মন্ত্রী শপথ ভঙ্গ করেছেন বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত দুই মন্ত্রীর আদালত অবমাননার মামলার ৫৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেছে, বিচারপতি ও বিচার ব্যবস্থা নিয়ে
প্রশ্ন তুলে খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদাকে খাটো করেছেন।
আপিল বিভাগের ৮ সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতের ভিত্তিতে দেয়া রায়ে বলা হয়েছে তাঁরা সর্বোচ্চ আদালত নিয়ে কুৎসা রটনা করেছেন যা ছিল উদ্দেশ্য প্রণোদিত।
আদালত আরও বলেছে এই উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে তারা শুধু আইন ভঙ্গ করেনি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের যেশপথ করেছিলেন তাও ভঙ্গ করেছেন।
এর আগে গত ২৭সে মার্চ আদালত অবমাননার একই মামলায় আপিল বিভাগ এক সংক্ষিপ্ত রায়ে সরকারের এই দুই মন্ত্রীকে ৫০হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে
৭ দিনের কারাদণ্ড দিয়েছিল।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।