নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিক-মালিকদের পরিবহন ধর্মঘট দু’দিন আগে শুরু হলেও বুধবার তা দেশের অধিকাংশ স্থানে ছড়িয়ে পড়েছে। গণপরিবহনের সাথে সাথে বুধবার থেকে ট্রাক-লরি শ্রমিক-মালিকরাও দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। রাজধানী ঢাকাসহ হাতেগোণা কয়েকটি স্থানে আনুষ্ঠানিকভাবে গণপরিবহন ধর্মঘটের ঘোষণা না থাকলেও এসব স্থানেও যানবাহন চলাচল ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক কম। দূরপাল্লার বাস, ট্রাক বন্ধ থাকায় ঢাকার সাথে দেশের বিভিন্নস্থানের সড়ক পথে যোগাযোগ এবং মালামাল পরিবহন বন্ধ আছে। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিবহন শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলে যাবার মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। পরিবহন শ্রমিকরা অবিলম্বে আইন সংশোধনের দাবি জানায়। ঢাকার যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের সাইনবোর্ড, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা সড়কে কয়েকজন গাড়িচালকের মুখে পোড়া মবিল মাখিয়ে দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। পরিবহনের যানবাহন বন্ধ থাকায় চট্টগ্রাম, মোংলাসহ সমুদ্র, বিভিন্ন নৌ এবং স্থলবন্দর থেকে পণ্য পরিবহন বিঘ্নিত হচ্ছে।
ঢাকা সংবাদদাতা আমীর খসরুর প্রতিবেদন।