বাংলাদেশে বগুড়ার সারিয়াকান্দি-সোনাতলা আসনের সংসদ সদস্য আবদুল মান্নান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহ রাজিউন। শনিবার সকালে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
গত বুধবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, তার মৃত্যুতে বগুড়াবাসী একজন অভিভাবকে হারালো। তিনি ছিলেন, এই অঞ্চলের মাটিও মানুষের নেতা। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দলীকার্যালয়ে কোরানখানি, দোয়ার আয়োজন করা হয়।
তিনি বগুড়া-১ আসন থেকে নবম, দশম ও একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আগামী সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে নামাজে জানাজা শেষে বিকেলে গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে তাকে দাফন করা হবে।