অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লির নির্বাচনী প্রচারনায় মন্ত্রীসহ দুইজন নিষিদ্ধ


ভারতের নির্বাচন কমিশন বলেছে, একজন কেন্দ্রীয় মন্ত্রী ও একজন বিজেপি নেতাকে দিল্লি'র নির্বাচনী প্রচারে নামানো যাবে না।

আজকের দিনটাকে নিষেধাজ্ঞা আরোপের দিন বললে বোধ হয় ভুল হবে না। আগামী ৮ই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট, এর মধ্যে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, "গোলি মারো গদ্দারকো".. বিশ্বাসঘাতকদের গুলি করে মারো। আর একটি জনসভায় ভাষণে দিল্লির বিজেপি সাংসদ প্রভেশ ভার্মা বলেন, "শাহিনবাগে সিএএ বিরোধী প্রতিবাদীরা এরপর আপনাদের ঘরে ঢুকে মেয়ে-বউদের ধর্ষণ করবে।" এমন কুকথা বলে নির্বাচনী বিধি ভাঙার জন্য আজ নির্বাচন কমিশন ঐ দু'জনকে দিল্লিতে নির্বাচনের প্রচার থেকে সরিয়ে দিতে বলেছে।

অন্যদিকে, ইন্ডিগো বিমান সংস্থার একটি উড়ানে "বিজেপিপন্থী" টেলিভিশন অ্যাংকর অর্ণব গোস্বামীকে হেনস্থার অভিযোগে নামী কমেডিয়ান কুণাল কামরাকে ভারতের চারটি বিমান সংস্থা অবাঞ্ছিত ঘোষণা করেছে। প্রথমে ইন্ডিগো এই ব্যবস্থা নেওয়ার পরে বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী অন্যদেরও কুণালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পরামর্শ দেন। তখন এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট এবং গো এয়ারও তাদের বিমানে কুণাল কামরার ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00


XS
SM
MD
LG