২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার ঢাকায় বিরোধীদল বিএনপি আয়োজিত এক সমাবেশ থেকে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে।
ঢাকায় নয়াপল্টনে মাইকের সীমিত ব্যবহারসহ কিছু বিধিনিষেধের মধ্যে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে।
বিএনপি মহাসচিব সরকারকে ব্যর্থ উল্লেখ করে অবিলম্বে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। বিএনপি মহাসচিব অবিলম্বে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন।
সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়। সমাবেশে বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমাবেশে অংশ নিয়েছিলেন।