অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গোপসাগরে রোহিঙ্গা–বোঝাই ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ ৫০ জন


অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে রোহিঙ্গা–বোঝাই ট্রলার ডুবির ঘটনায় আরো একজন জীবিত উদ্ধার হয়েছে। এ নিয়ে জীবিত উদ্ধার হল ৭৩ জন। গতকাল উদ্ধার হয়েছে ১৫ জনের মৃত দেহ। এখনো নিখোঁজ রয়েছেন অর্ধশত। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে যৌথ অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানিয়েছেন, এ ঘটনায় মানব পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশ। মামলায় ১৯ জনকে আসামী করা হয়েছে। এপর্যন্ত আটক হয়েছে ৮ জন। আটককৃতদের মধ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশী নাগরিক রয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মৃতদেহের ময়না তদন্ত করা হচ্ছে, জীবিত উদ্ধারকৃতদের সোপর্দ করা হচ্ছে আদালতে। আর আটক দালালদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG