অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে পঙ্গপাল সদৃশ পোকার আক্রমণ


বাংলাদেশে কক্সবাজারের টেকনাফে পঙ্গপালের মতো একধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকাগুলোর পাখা নেই। উড়তে পারে না। লাফিয়ে লাফিয়ে চলে। টেকনাফ উপজেলার লম্বরী গ্রামের জনৈক সোহেল সিকদারের বসতভিটায় এই পোকাটির দেখা মিলে। সোহেল সিকদার জানান, গত ১৮ এপ্রিল পোকাগুলো তার নজরে আসে। ২০ এপ্রিল হতে ২৪ এপ্রিল পর্যন্ত কীটনাশক স্প্রে করেন তিনি। এরপর অনেকটা দমন হয়ে যায় পোকার আক্রমন। তবে গত ২৯ এপ্রিল আবারো কিছু পোকা নজরে আসে। এরপর নতুন করে স্প্রে করা হয়। এখন অধিকাংশ পোকাই মারা গেছে।
খবর পেয়ে কয়েকদিন আগে টেকনাফ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শফিউল আলম ঘটনাস্থলে যান। পোকার ছবি তুলে ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তাদের কাছে পাঠিয়েছিলেন তিনি। কোন প্রজাতির পোকা তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার সকালে ঘটনাস্থলে ছুটে যান জেলা কৃষি কর্মকর্তা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিরা। তারা পোকাগুলোর নমুনা সংগ্রহ করেছেন। প্রাথমিকভাবে জানিয়েছেন, পঙ্গপাল না হলেও এগুলো ক্ষতিকর পোকা। কিটনাশক স্প্রে করাতে অনেকটা দমন হয়ে গেছে। তবে পোকা গুলো পঙ্গপাল নাকি অন্য প্রজাতির- তা নিয়ে থেমে নেই আলোচনা।
সংগ্রহ করা নমুনাগুলো পাঠানো হবে গবেষানাগারে। গবেষণাগার থেকে কি বার্তা আসে তার জন্য অপেক্ষা করতে হবে হয়তো আরো কয়েকদিন।
পঙ্গপাল হোক বা না হোক- বেশি ছড়ানোর আগেই নিধন করে ফেলাকেই নিরাপদ হিসেবে দেখছেন কৃষিবিদরা। এজন্য চলছে কিটনাশক স্প্রে।
please wait

No media source currently available

0:00 0:04:55 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG