বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন সামগ্রিকভাবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের সাম্প্রতিক নির্বাচন ভালো হয়েছে।
মঙ্গলবার ঢাকায় ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করে বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়াটা ভাববার বিষয়।
সরকার বিরোধী বিএনপি দাবি করেছে ঢাকা সিটি নির্বাচনে ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়েছে। বিএনপি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করে ভোটে কারচুপিরও অভিযোগ করেছে। এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগের কিছু কাউন্সিলর প্রার্থীও ভোট কারচুপির অভিযোগ করেছেন।
ঢাকা দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর ফল জালিয়াতি করে ভোটে হারিয়ে দেওয়ার অভিযোগ আনলে রিটার্নিং কর্মকর্তা ঐ ওয়ার্ডের ফলাফল ঘোষণা অনিবার্য কারন বসত স্থগিত করে দেন।