আবহাওয়া দূষণ সারা বিশ্বে একটা সমস্যা। উন্নত দেশগুলোর সঙ্গে সঙ্গে উন্নয়নশীল দেশগুলোতে দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলার ফলে সমস্যা আরো সঙ্গীন হয়ে উঠেছে। তবে ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণ এমন অবস্থায় পৌঁছেছে যে, সেখানে প্রায়ই স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করতে হয়। এ সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী।