বাংলাদেশের সরকার নতুন পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনকে নিয়োগ দানের কথা ঘোষণা করেছে। এ সংক্রান্ত এক সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পররাষ্ট্র সচিব শহীদুল হকের জন্য মঙ্গলবারই ছিল শেষ কর্মদিবস। ১৯৮৫ সালের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাসুদ বিন মোমেন এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। তিনি জাপানের রাষ্ট্রদূতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।