অ্যাকসেসিবিলিটি লিংক

মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতার মৃত্যুদণ্ড বহাল


বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত-ই- ইসলামির নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হেসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত একটি বিশেষ ট্রাইব্যুনালের রায় বহাল রেখে বৃহস্পতিবার এই আদেশ দিয়েছে।

এর আগে আজহারের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন এবং শতশত বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ বিশেষ ট্রাইব্যুনালে দায়ের করে রাষ্ট্রপক্ষ।

এসকল অভিযোগের মধ্যে একটি বাদে বাকি পাঁচটি অভিযোগই বিশেষ ট্রাইব্যুনালে প্রমাণিত হওয়ার উল্লেখ করে ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর দেয়া রায়ে আদালত আজহারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তবে ২০১৫ সালের ২৮শে জানুয়ারি আজহারকে নির্দোষ দাবি করে তাঁর খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন তাঁর আইনজীবীরা।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00


XS
SM
MD
LG