অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও চীনের সমস্যা নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয়: ড. এ কে আব্দুল মোমেন


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন ভারত ও চীনের সমস্যা নিয়ে তাঁর দেশ উদ্বিগ্ন নয়।

শনিবার মেহেরপুর জেলায় ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দিয়ে বলেন ভারতের সাথে বাংলাদেশের রয়েছে মজবুত সম্পর্ক এবং চীনের সাথে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক। চীন বাংলাদেশকে আট হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে এবং করোনাভাইরাসের ভ্যাকসিনও দেবে বলে উল্লেখ করে তিনি বলেন এসকল বিষয় নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনও বিতর্ক তৈরি হয়নি।

আব্দুল মোমেন অভিযোগ করেন এসকল বিষয়কে কেন্দ্র করে অনেকে রাজনীতি করার চেষ্টা করছেন। তিনি বলেন ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র, সীমান্ত, নিরাপত্তাসহ বড় ধরনের সকল সমস্যা দূর হয়েছে। তিনি বলেন তাদের সাথে কিছু সমস্যা ঝুলে আছে এবং সেগুলোও ঠিক হয়ে যাবে। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী বলেন আগামী বছর ভারতকে নিয়ে বাংলাদেশের ৫০ বছর পূর্তি উৎসব করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন অক্সফোর্ডের সাথে যেখানে সহযোগিতার ভিত্তিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে ভারত ও পাকিস্তান কাজ করছে সেখানে বাংলাদেশ কারও সাথে এ বিষয়ে কাজ শুরু করতে না পারারা বিষয়টি দুঃখজনক। তিনি অবশ্য বলেছেন সরকার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা ব্যবস্থা করে রেখেছে যাতে ভ্যাকসিন আবিষ্কারের পর বাংলাদেশ তা সহজেই পেতে পারে ।

please wait

No media source currently available

0:00 0:01:24 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG