অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় গণপরিবহন ও গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ


বাংলাদেশে ঢাকার গাবতলীতে করোনার কারণে বন্ধ থাকা গণপরিবহনের শ্রমিকরা গণপরিবহন অবিলম্বে খুলে দেয়ার দাবিতে সড়ক অবরোধ করেন। তারা এ সময় ত্রাণের দাবিতেও বিক্ষোভ প্রদর্শন করেন।
মঙ্গলবার গাজীপুরের চন্দ্রায় গার্মেন্টস শ্রমিকরা তাদের ছাঁটাই বন্ধ এবং বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।


এদিকে, করোনা সংক্রমণের মধ্যেও সীমিত আকারে দোকানপাট এবং শপিংমল খুলে দেয়াসহ লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে করোনা বিস্তারের এই সময়ে সরকারের এমন সিদ্ধান্ত ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্যখাত সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে। জাতীয় ঐক্যে সাড়া না দিয়ে সরকারের এককভাবে সিদ্ধান্ত গ্রহণের কারণে অবস্থা লেজেগোবরে হয়ে পড়েছে। ত্রাণ সামগ্রী নিয়ে দুর্নীতিকে তিনি মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের বিচার দাবি করেন।

please wait

No media source currently available

0:00 0:01:23 0:00


XS
SM
MD
LG