অ্যাকসেসিবিলিটি লিংক

আম্পানের প্রভাবে কক্সবাজারে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি


সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে কক্সবাজারে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। কক্সবাজারে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। তবে কক্সবাজার জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, নিচু এলাকা থেকে প্রায় অর্ধ লক্ষ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

কক্সবাজারে ঘূর্ণিঝড় আম্পানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রায় সাড়ে ৫ হাজার ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরায় ব্যস্ত অর্ধ লক্ষাধিক জেলে সাগর থেকে নিরাপদে উপকূলে ফিরেছেন।

কক্সবাজারের শরণার্থী শিবিরে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে সেনা বাহিনী নিয়োজিত রয়েছে। রামু ১০ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ১০ হাজার রোহিঙ্গা সেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

সুপার সাইক্লোন আম্পান গতি পরিবর্তন করায় কক্সবাজারে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কম হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিস।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG