অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান চালু


বাংলাদেশে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ এবং দাওয়াতুল কোরআনের প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুর রহমান আজাদ এর তত্ত্বাবধায়নে বাংলাদেশ প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে।

এ প্রসঙ্গে মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আজাদ বলেন, "হিজড়া জনগোষ্ঠী এরাও কিন্তু মানুষ তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে, তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে।"

বছরের পর বছর যুগের পর যুগ তৃতীয় লিঙ্গের সবাই ছিল সমাজের মানুষের কাছে অবহেলিত।

"আমরা ছোটবেলা থেকে অবহেলিত মানুষ। আমাদের কেউ কাছে টেনে নেয়নি। দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা আমাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করেছে" বললেন সোনালী।

তৃতীয় লিঙ্গের মানুষেরা বিশ্বের সকল সমাজে ভাগ্য বিড়ম্বিত হিসেবে বিবেচিত।

সমাজে যে কোন পরিবর্তন রাতারাতি আসেনা। তবে সঠিক দিকনির্দেশনা থাকলে অসম্ভবও সম্ভব হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ মনে করেন এটি সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন সম্প্রদায়ের আত্মবিকাশ এবং সমাজে অনেক অবদান রাখতে সাহায্য করবে।

নাসরিন হুদা বিথী, ঢাকা

XS
SM
MD
LG