অ্যাকসেসিবিলিটি লিংক

ফারাক্কা বাঁধের সবগুলো গেট খোলা, বাংলাদেশে বন্যার আশঙ্কা


ভারী বৃষ্টিপাতের জেরে ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে ব্যাপক বন্যার কারনে পদ্মা নদীর উজানে সীমান্তের ওপারে অবস্থিত ফারাক্কা বাঁধের ১১৯টি গেটের সবগুলো সোমবার খুলে দেয়ায় বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ভারত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেয়ায় এক দিনের মাথায় মঙ্গলবার পদ্মা নদীর পানি রাজশাহী ও পাবনা জেলায় অস্বাভাবিক ভাবে বেড়েছে। খবরে পানি উন্নয়ন বোর্ডের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে পগ্মার পানি আজ সকালে পাবনা জেলার পাকশিতে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদ সীমার ১৪.২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঐ এলাকার নিন্মাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে যার ফলে দুর্গত এলাকার বিপুল সংখ্যক মানুষ পান বন্দি হয়ে পড়েছেন। খবরে আরো বলা হয়েছে, রাজশাহী জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সে সকল এলাকার অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ব্যাপক বৃষ্টি এবং উজানের পানির ঢলে এবছরেরে জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছিল।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00


XS
SM
MD
LG