অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে যে কোন সময় করোনা সংক্রমণ হতে পারে


বাংলাদেশে এখনো সরকারিভাবে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। তবে যে কোন সময় সংক্রমণ হতে পারে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা অধিদপ্তরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

সরকারিভাবে যাই বলা হোক না কেন বাংলাদেশ জুড়েই আতঙ্ক বিরাজ করছে। ৭ জন প্রবাসী বাংলাদেশী এই রোগে আক্রান্ত হয়েছেন। একান্ত প্রয়োজন ছাড়া কেউই এখন বিদেশ যাচ্ছেন না। দেশে ছুটিতে এসে অনেক প্রবাসী বিড়ম্বনায় পড়েছেন।

বাংলাদেশসহ ৭টি দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে কুয়েত সরকার। করোনা ভাইরাস যাতে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দেশটির তরফে জানানো হয়েছে। শুক্রবার সকাল থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে কুয়েত প্রবাসী বাংলাদেশীরা দেশেই আটকা পড়েছেন। অনেকেই বিমানবন্দরে গিয়ে জানতে পারেন, কোন ফ্লাইট কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে না। শনিবার বাংলাদেশ বিমানের দুটো ফ্লাইট কুয়েত যাবার কথা ছিল। নিষেধাজ্ঞার কারণে তা বাতিল করা হয়।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00


XS
SM
MD
LG