অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে একদিনেই চার করোনা রোগী শনাক্ত


বাংলাদেশের কক্সবাজারে একদিনেই ধরা পড়লো ৪ করোনা সংক্রমিত ব্যক্তি। ৩জনের বাড়ি মহেশখালী উপজেলায়। অপরজনের বাড়ি টেকনাফে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রবিবার মোট পরীক্ষায় হয়েছে ৬৪টি। এদের মধ্যেই ৪জনের রিপোর্ট আসে পজেটিভ।

কক্সবাজার মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ অনুপম বড়ুয়া জানান, ল্যাবটি চালু হওয়ার পর থেকে গত ১৯ দিনে মোট ৪০৬টি পরীক্ষা করা হয়েছে। সেখানে ৫টি পরীক্ষার রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। রোহিঙ্গাদের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে ১৮টি। সবগুলোই নেগেটিভ রিপোর্ট এসেছে।

স্থানীয়ভাবে খবর নিয়ে জানা গেছে, ঢাকা ও নারায়নগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী সেজে বেশ কয়েকদিন আগে বাড়ি ফিরেছিলেন মহেশখালীতে আক্রান্তরা। টেকনাফে আক্রান্ত ব্যক্তি কাঁচা আম বিক্রি করতে গিয়েছিলেন নারায়নগঞ্জ।

চলতি মাসের ৮ তারিখ থেকে কক্সবাজারকে পুরোপুরি লকডাউন করে দেয়া হয়েছে। এরপরও অ্যাম্বুলেন্স, ট্রাক এমনকি বোটে করেও মানুষ চলাচল করছে।

XS
SM
MD
LG