অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে আটকে পড়া বাংলাদেশীদের এই মুহুর্তে দেশে ফেরত আনা যাচ্ছে না: বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর


করোনা ভাইরাস প্রতিরোধে ভারতে লকডাউনের কারণে ঐ দেশটিতে আটকে পড়া প্রায় আড়াই হাজার বাংলাদেশীকে এই মুহুর্তে দেশে ফেরত আনা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে ঢাকায় পররাষ্ট্র দপ্তর। শুক্রবার ঢাকায় এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নয়াদিল্লীতে বাংলাদেশ দূতাবাসের সবশেষ তথ্যমতে, চিকিৎসা, শিক্ষাসহ অন্যান্য কারণে আড়াই হাজার বাংলাদেশী - যার মধ্যে এক হাজার শিক্ষার্থী রয়েছেন- তারা ভারতে আটকা পড়েছেন। ভারত সরকার গত ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বাস, রেল, বিমানসহ সব যানবাহন বন্ধ ঘোষণা করায় আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

ঢাকায় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নয়াদিল্লীসহ ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ আটকে পড়া বাংলাদেশীদের কল্যাণে সজাগ দৃষ্টি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতসহ অন্যান্য দেশে আটকে পড়া বাংলাদেশীকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে পররাষ্ট্র দপ্তর ঐ বিবৃতিতে জানিয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ভারতের লকডাউনের মধ্যেও গত ৭ দিনে বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমপক্ষে ৬শো বাংলাদেশী বৈধ কাগজপত্রসহ দেশে প্রবেশ করেছেন।

XS
SM
MD
LG