অ্যাকসেসিবিলিটি লিংক

আবদুল মাজেদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি


বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী এবং সোমবার রাতে গ্রেফতারের পরে জেলবন্দী বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। বুধবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক ঐ আদেশ দেন।

আইন অনুযায়ীই তার মৃত্যুদন্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, বুধবারই তার মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠানো হতে পারে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শেষ ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা আবদুল মাজেদ চাইবেন কি চাইবেন না- তা তার ব্যক্তিগত বিষয়। তবে এ জন্য তিনি ২১ দিন সময় পাবেন।

XS
SM
MD
LG