অ্যাকসেসিবিলিটি লিংক

গণস্বাস্থ্য কেন্দ্র করোনাভাইরাস শনাক্তের স্বল্পমূল্যের পদ্ধতি সরকারের কাছে হস্তান্তর করবে


বাংলাদেশের বেসরকারী সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকরা করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য যে পদ্ধতি আবিষ্কার করেছেন তার নমুনা পরীক্ষা-নিরীক্ষা এবং অনুমোদনের জন্য আগামী ১১ই এপ্রিল সরকারের কাছে হস্তান্তর করা হবে।
সোমবার ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী এ কথা জানিয়ে বলেন, কিট তৈরির উপাদান বা রিএজেন্ট চীন থেকে গতকাল রোববার দেশে পৌঁছেছে। তিনি বলেন, উপাদান বা রিএজেন্ট দ্রুত আমদানির বিষয়ে সরকার যথেষ্ট সহযোগিতা করেছে।
গত মার্চ মাসের মাঝামাঝি করোনা ভাইরাস পরীক্ষার সহজ ও স্বল্পমূল্যের পদ্ধতি উদ্ভাবন করার কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। করোনা ভাইরাস পরীক্ষার কিট তৈরির অগ্রগতি সম্পর্কে এবং অনুসাঙ্গিক অন্যান্য বিষয়ে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
please wait

No media source currently available

0:00 0:06:11 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG