অ্যাকসেসিবিলিটি লিংক

গুলশানে হলি আরটিজন রেস্টুরেন্টে হামলার প্রতিবাদে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের জনগনের সমাবেশ


ঢাকার গুলশানে হলি আরটিজন রেস্টুরেন্টে হামলার ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের জনগন প্রতিবাদ সমাবেশ করে। এ সমাবেশে রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ যোগ দেন।

এই হত্যাকাণ্ড কি শুধু বিদেশীদের হত্যা করার জন্য? নাকি অন্য কোন উদ্দেশ্য ছিল এর পিছনে? এমন সব প্রশ্নকে সামনে রেখে সমাবেশে বক্তারা বলেন, বাংলার জনগন শান্তি চায়। তাই যে কোন মূল্যে জনগন বাংলার মাটি থেকে জঙ্গিবাদ নির্মূল করবে।

বিদেশী ক্রেতা হত্যাকাণ্ডে দেশের তৈরি পোশাকখাত কোন ক্ষতির মুখে পড়বে কি না, তা জানতে চাইলে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশ সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় আমাদের সাথে আছেন। তাই আরএমজি খাত তেমন একটা ক্ষতির মুখে পড়বে না।

এদিকে, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেন, যুক্তরাষ্ট্র অভিজ্ঞতার আলোকে সন্ত্রাস দমনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে। ঢাকা থেকে নাসরিন হুদা বিথী।

XS
SM
MD
LG