অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্য দেশের সহযোগিতার প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু


বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে সরকার যথেষ্ট যত্নবান এবং শক্তিশালী। এমতাবস্থায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্য কোন দেশের সহযোগিতার প্রয়োজন নেই-সোমবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা-পিটিআই, বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তা চেয়েছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তার জবাবে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, অন্য কোন দেশের সহযোগিতার প্রয়োজন নেই।

বিভিন্ন দেশ জঙ্গীবাদ মোকাবেলায় যে প্রস্তাব দিচ্ছে সে সম্পর্কিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তথ্য আদান-প্রদানের সহযোগিতা জরুরি।

এদিকে, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেছেন, সাম্প্রতিক সময়ে হামলা বৃদ্ধির ঘটনায় জাতিসংঘ উদ্বিগ্ন। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানিয়েছেন। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG